আড়াইহাজারে ঐতিহ্যবাহী একটি জমিদার আমলের অমিব্কা কুটির হলো স্থাপত্যশৈলীর অনুপম নিদর্শন দুপ্তারার জমিদার আমলের অমিব্কা কুটির। স্থানীয় ভাবে বলা হয় জমিদার আমলের অমিব্কা কুটির। আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে দুপ্তারা পশ্চিমপাড়া এলাকায় এই অমিব্কা কুটিরটির অবস্থান । ঐতিহ্য বুকে ধারন করে লালইট ও চুনসুরকির মিশ্রণে তৈরী বাড়ীটি এখনো কালের সাক্ষী হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে|
একতলা এলপ্যাটার্নের বাড়ী। মোঘল জদিার আমলে এই বাড়টি নির্মাণ করা হয়েছে এলাকাবাসী মনে করে। এলাকাবাসীর মতে এটি প্রায় ১৮০০ খ্রিঃ এ নির্মাণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস