Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

নারায়ণগঞ্জ শহর থেকে সরাসরি নরসিংদীর বাস দিয়ে এসে গাউছিয়া নামতে হবে, গাউছিয়া থেকে সিএনজি দিয়ে দুপ্তারা বাজারে নামতে হবে।  আড়াইহাজার উপজেলা  থেকে রিক্সা/সিএনজি যোগে দু্প্তারা ইউনিয়ন পরিষদে আসা যায়।

 

দুপ্তারা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। পাকা রাস্তা এবং কাচা রাস্তা অত্র ইউনিয়নের প্রধান যোগাযোগ ব্যবস্থা, বর্ষায় কিছু এলাকায় নৌপথ থাকলেও নদী না থাকার কারনে সেটা খুব সামান্য সময়ের জন্যই হয়ে থাকে। সরক পথে খুব সহজেই দুপ্তারা ইউনিয়নের মানুষ শহরে যেতে পারেন। শহরের পাশাপাশি দেশের যে কোন প্রান্তে যাতায়াত করা যায়। গ্রামের ভিতরে দিয়ে আছে ছোট ছোট পাকা ও কাচা রাস্তা যা দিয়ে অত্র ইউনিয়নের মানুষ সহজেই এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতে পারেন।

 

ই-মেইল: duptaraup@gmail.com

 

সচিব: 01557-135709