Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে দুপ্তারা ইউনিয়ন

এক  নজরেঃ  দুপ্তারা  ইউনিয়ন

 

নারায়ণগঞ্জ  জেলার সদর উপজেলাধীন  দুপ্তারা  ইউনিয়ন পরিষদ অত্র জেলার  আড়াইহাজার উপজেলারএকটি  গুরুত্বপূর্ণ  ইউনিয়ন  পরিষদ। শিক্ষা,  সংস্কৃতি,  ধর্মীয়ওসামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছুমিলিয়ে ব্রক্ষ্ণপুত্র নদীর তীর ঘেষে  অত্র ইউনিয়নটি  নারায়ণগঞ্জ জেলায়  কালের স্বাক্ষী হিসাবে  দাড়িয়েআছে। অত্র ইউনিয়নে  সরকারী-বেসরকারী  শিক্ষা  প্রতিষ্ঠান  তথা প্রাথমিক বিদ্যালয়,  মাধ্যমিকবিদ্যালয়, মাদ্রাসা,  কিন্ডারগার্টেন এবং মসজিদ, মন্দির,  খেলার মাঠ, সরকারী-বেসরকারী অফিসসহ বিভিন্ন দর্শনীয়স্থান রয়েছে। সবকিছু  মিলিয়ে  অত্র ইউনিয়নটি  একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।

ইউনিয়নভিত্তিকমৌলিকতথ্যাবলী

দুপ্তারা ইউনিয়ন, উপজেলা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।

 

** ইউনিয়নেরমোটগ্রামসংখ্যা                 : 36টি

** ইউনিয়নেরমোটজনসংখ্যা                  : 47504 জন

** ইউনিয়নেরমোটপুরুষ                       : 25156 জন

** ইউনিয়নেরমোটমহিলা                     : ১৮,২৪১ জন

** ইউনিয়নেরমোটভোটারসংখ্যা              : 35,৭৪৯ জন

** ইউনিয়নেরমোটপুরুষভোটার               : 18,৮৯৭ জন

** ইউনিয়নেরমোটমহিলাভোটার              : 16,452 জন

** ইউনিয়নেরমোটমন্দিরওআশ্রম              : 5টি

** ইউনিয়নেরমোটমসজিদ                    : 60টি

** ইউনিয়নেরমোটশিক্ষারহার                 : 71%

** ইউনিয়নেরপুরুষশিক্ষারহার                 : ৩০.৭০%

** ইউনিয়নেরমহিলাশিক্ষারহার                : 40.30%

** ইউনিয়নেরমোটবেসরকারীমাদ্রাসা           : ৮টি

     ওয়াডভিত্তিকগ্রামেনাম:

১নংওয়াড: বাজবী পূবপাড়া, তাঁতীপাড়া, তিনগাঁও।

২নংওয়াড: দড়িসত্যভান্দী, কাঠালিয়াপাড়া, পাল্লা, মনিপাড়া।

৩নংওয়াড: সত্যভান্দী ভূইয়াপাড়া, মো্ল্লাপাড়া, হাটখোলাপাড়া, ব্যপারীপাড়া, নয়াপাড়া|  

৪নংওয়াড: বান্টি, নতুন বান্টি।

৫নংওয়াড: গিরদা নগরপাড়া, চৌধুরীপাড়া, পশ্চিমপাড়া, মালপাড়া,।

৬নংওয়াড:  পাঠিতাপাড়া, কুমারপাড়া, খানপাড়া, বাগবদী, শিংরাটি।

৭নংওয়াড:   পাঁচবাড়িয়া।

৮নংওয়াড: পাঁচগাও, মোল্লাপাড়া, দেওয়ানপাড়া, ।

৯নংওয়াড: মানেহর, চরপাড়া, নয়াপাড়া।

 

 

১।  02 নং দুপ্তারা ইউনিয়নের বর্তমান পরিষদ।

১।নির্বাচিত বর্তমান চেয়াম্যানের নামঃ শাহিদা মোশারফ  

৩।ইউনিয়ন পরিষদের জনবলঃ

নির্বাচিত চেয়ারম্যানঃ ০১ জন।

ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১ জন।

নির্বাচিত সদস্য (পুরুষ)- ০৯ জন।

নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য (মহিলা)- ০৩ জন।

কর আদায়কারী- ০১ জন।

অফিস সহকারী- ০১ জন।

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাঃ ০২ জন

ইউনিয়ন গ্রাম পুলিশ- 06 জন।