৪৬ নং বাজবী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন দুপ্তারা ইউনিয়নের ০১ নং ওয়ার্ড অন্তভূর্ক্ত বাজবী গ্রামে অবস্থিত। বিদ্যালয়ে দু’টি পাকা ভবন রয়েছে এর মধ্যে একটি ব্যবহার অনুপযোগী। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এলাকার সবাই মিলেমিশে বসবাস করছে। তাদের সামাজিক অবস্থা মিশ্র। অধিবাসীদের সিংহ ভাগ দরিদ্র সীমান নীচে বসবাস করে। এখানকার শিমিত লোকের সংখ্যা মোটামুটি। তাদের সামাজিক সেবার মান মানসম্মত, এলাকায় মোট পরিবারের সংখ্যা ২০০ এবং প্রাথমিক বিদ্যালয় গমনোপযোগী শিশুর সংখ্যা ৩৭৯ জন অত্র বিদ্যালয়ে কোন প্রতিবন্ধী শিক্ষার্থী নেই।
ক্র: নং | নাম | পেশা | কোন শ্রেণীভূক্ত সদস্য | পদবী |
০১ | মো: জহিরুল হক | ব্যবসায় | শিক্ষানুরাগী | সভাপতি |
০২ | মো: এনামুল হক | চাকুরী | দাতা সদস্য | সহ সভাপতি |
০৩ | মো: আশরাফুল ইসলাম স্বপন | ব্যবসায় | ওয়ার্ড মেম্বার | সদস্য |
০৪ | মোসা: রোজীআফরোজ | গৃহিনী | শিক্ষানুরাগী | সদস্য |
০৫ | মো: মোতাহার হোসনে | ব্যবসায় | সাধারণ অভিভাবক সদস্য | সদস্য |
০৬ | মো: নজরুল ইসলাম | ব্যবসায় | সাধারণ অভিভাবক সদস্য | সদস্য |
০৭ | মো: আ: হান্নান | ব্যবসায় | সাধারণ অভিভাবক সদস্য | সদস্য |
০৮ | মোসা: সেলিনা খানম | গৃহিনী | সাধারণ অভিভাবক সদস্য | সদস্য |
০৯ | মো: শফিকুল ইসলাম | চাকুরী | উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি | সদস্য |
১০ | মো: রেজাউল রহমান ভূঞা | চাকুরী | সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি | সদস্য |
১১ | মো: দুলাল মিয়া | চাকুরী | সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক | সদস্যসচিব |
১। ভর্তির হার ১০০%।
২। ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার বৃদ্ধি।
৩। পরীক্ষায় অংশগ্রহন ও পাশের হার বৃদ্ধি।
উপজেলা হতে বিদ্যালয়ের দূরুত্ব ৬ কি.মি.। আড়াইহাজার থেকে ভুলতা মহাসড়কের পাশে মাননীয় এম.পি জনাব আলহাজ্ব নজরুল ইসলাম (বাবু) সাহেবের বাড়ী সংলগ্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস