অত্র বিদ্যালয়টি ১ম জমিদাররের তত্ত্বাবধানে দুপ্তারার একটি আশ্রমে কাজ পরিচালিত হত। অতপর আশ্রম না থাকায় সেন্টাল করোনেশন উচ্চ বিদ্যালয়টি নিজস্ব ভবনে শ্রেণী কাজ চালু করা হয়। দীর্ঘ দিন উচ্চ বিদ্যালয়টি নিজস্ব ভবনে শ্রেণী কাজ চালু হয়। তাদের শ্রেণী কাজে সমস্যা হওয়ার জন্য অত্র স্থানান্তরিত হয়। প্রথম সার্ভিস সিভিল ইন্টারন্যাশনাল কর্তৃক একটি টিন দ্বারা তৈরি বিদ্যালয়ে তখন শ্রেণী কাজ শুরু হয়। পরবতির্তে সরকার কর্তৃক সুবিধা দেওয়া হয়।
ক্র: নং | নাম | পদবী/ক্যাটঘরি |
০১ | মো: আ: হান্নান ভূইয়া | সভাপতি |
০২ | মো: আতিকুর রহমান | সহ সভাপতি |
০৩ | মান্নান ভূইয়া | দাতা সদস্য |
০৪ | হাজী ইস্রাফিল সরকার | অভিভাবক সদস্য |
০৫ | মনিরুজ্জান মনু | ইউ.পি সদস্য |
০৬ | সেলিনা হক | বিদ্যুৎ সাহী |
০৭ | আলীনূর বেগম | অভিভাবক সদস্য |
০৮ | কামাল হোসেন মৃধা | উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
০৯ | রুনা লায়লা | উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
১০ | কানুদেব চক্রবর্ত্তী | উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
১। ভর্তির হার ১০০%।
২। ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার বৃদ্ধি।
৩। পরীক্ষায় অংশগ্রহন ও পাশের হার বৃদ্ধি।
উপজেলা হতে বিদ্যালয়ের দূরুত্ব ৬ কি.মি.। আড়াইহাজার থেকে ভুলতা মহাসড়কের পাশে সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস