Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বান্টি আর্দশ উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলাধীন, আড়াইহাজার উপজেলার অমত্মর্গত দুপ্তারা ইউনিয়নের বান্টি গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ২০০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট Lআকৃতির আধাপাকা টিনের ঘর। ইহাতে ৯টি শ্রেণি কক্ষ, ১টি অফিস কক্ষ ও ১টি সহকারি শিক্ষক মন্ডলীর কক্ষ আছে। উক্ত বিদ্যালয়ে মোট ৫৫২ জন শিক্ষার্থী অধ্যয়নরত, ১০ জন শিক্ষক, তৃতীয়  ও চতুর্থ শ্রেণির ৪ জন কর্মচারীসহ মোট ১৪ জন শিক্ষক/ কর্মচারী র্কমরত আছেন। অত্র বিদ্যালয়ে মোট ৯৮ জোড়া বেঞ্চ, ৮টি ক্লাস টেবিল, ১৮টি চেয়ার ও অফিস কক্ষ ১২টি অফিসিয়াল চেয়ার, ১টি অফিসিয়াল টেবিল ও সহকারি শিক্ষকের একটি কমন টেবিল, অফিসে ২টি আলমারী, ১টি বুক সেলফ, ১টি ওয়্যাবডোব, ১৬টি পাখা, মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ ১টি ল্যাপটপ কম্পিউটার, ৩টি দেয়াল ঘড়ি, ৬৮০ ফুট গভীর ১টি নলকূপ, শিক্ষক/কর্মচারীর ২টি ও শিক্ষার্থীর জন্য ৪টি মোট ৬টি টয়লেট চালু আছে। ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট বিল্ডিং এর ১ম তলার কাজ প্রায় শেষ পর্যায়। যাহাতে ২টি টয়লেট, ১টি গভীর নলকূপ সংযুক্ত আছে।

          বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৭৫ শতাংশ, যাহার অংশ ভরাট ও   অংশ নিচু জমি। ইহা দুপ্তারা ও কেশরাব মৌজায় অবস্থিত। বিদ্যালয়ের পূর্ব পাশে বিদ্যালয়ের একটি ছোট পুকুর, পুকুরের পূর্ব পাশে জনৈক দুলাল সাহের খোলা বাড়ী। পশ্চিশ পাশে ৪৪নং নতুন বান্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। ৪৪নং নতুন বান্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিশ পাশে ঢাকা-নরসিংদী মহাসড়ক ও বান্টি বাস ষ্টেশন অবস্থিত। দক্ষিণে জনৈক সুরুজ মিয়ার খোলা বাড়ী, উত্তরে জনৈক ইঞ্জিনিয়র আজগর আলী সাহেবের মাঠের জমি। বিদ্যালয়টি বিভিন্ন গাছের সমারোহে একটি সুন্দর মনোমুগ্ধকর স্নিন্ধ ও মনোরম পরিবেশে অবস্থিত।