সংক্ষিপ্ত বনর্না
নারায়ণগঞ্জ জেলার যে তিনটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আছে । তন্মধ্যে দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় স্হাপত্যে, নকশায়, কারুকাজ ও সৌন্দর্যে । রাজধানীর ঢাকা হতে মাত্র ৩০ কি.মি. দূরে ভূলতা আড়াইহাজার রুটে দুপ্তারা গ্রামের প্রাণকেন্দ্রে নারকেল বিথী ও পুস্কারিনী বেষ্টিত গ্রাম প্রকৃতির কোলে শতাব্দী প্রাচীন এই বিদ্যালয় অবস্হিত ।
প্রতিষ্ঠানের নাম :- সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় ।
Central Coronation High School
প্রতিষ্ঠার তারিখ :- ১১ ই জানুয়ারী ১৯১২ খ্রি:
EIIN NO :- 112303
Center Code No :- 176
School Code :- 2653
প্রথম স্বীকৃতির তারিখ :- ৩১ ডিসেম্বর ১৯১৭ খ্রি:(কলিকাতা বিশ্ববিদ্যালয়র কর্তৃক স্বীকৃতিরপ্রাপ্ত)
এম.পিও সুবিধা :- আছে ।
এম.পিও কোড :- ৩০০১০৪১৩০২
থানা কোড :- ১৫০
জেলা কোড :- ১৬
বর্তমান প্রধান শিক্ষকের নাম :- মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার(এম.এস-সি, বি.এড)
যোগদানের তারিখ :- ০২/০৫/২০১৩ খ্রি: ।
বিগত ৫ বছরের এস.এস.সি. পরীক্ষার ফলাফল
সন | অংশগ্রহন | পাশ | হার | মন্তব্য |
২০১৩ | ১৮৪ | ১৮১ | ৯৮.৩৭% |
|
২০১২ | ২০৬ | ২০১ | ৯৭.৫৭% |
|
২০১১ | ১৪৫ | ১১০ | ৭৫.৮৬% |
|
২০১০ | ১৫৯ | ৯৫ | ৫৯.৭৫% |
|
২০০৯ | ১৬৬ | ৮৭ | ৫২.৪১% |
|
জে.এস.সি. পরীক্ষার ফলাফল
সন | অংশগ্রহন | পাশ | হার | মন্তব্য |
২০১২ | ২৬৫ | ২৩৯ | ৯০.১৮% |
|
২০১১ | ৩০৩ | ২১১ | ৬৯.৬৪% |
|
২০১০ | ২২২ | ১৩৩ | ৫৯.৯১% |
|
সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়টিকে কলেজ পর্যায়ে উন্নিত করন।
জে.এস.সি. ও এস.এস.সি. পরীক্ষায় বিভিন্ন সনে জিপিএ-৫ পেয়ে অনেক শিক্ষার্থী উওীর্ন হয়ে ঢাকার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছে । অন্যদিকে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রশাসনিক ক্যাডার সার্ভিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন ।
সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় হতে অধ্যয়ন করে অনেক শিক্ষার্থী এখন প্রতিষ্ঠিত । তাদের মধ্যে উল্লেখযোগ্য স্বনামধন্য ছাত্রবৃন্দ :-
১। জনাব মো: নজরুল ইনলাম বাবু - মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-২ ।
২। জনাব বাসেদ খান - মহাপরিচালক(অডিট), স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর ।
৩। জনাব সামসুল হক খন্দকার - সাবেক রেজিস্টার ও সদস্য প্লানিং কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
৪। জনাব তোফাজ্জল হোসেন আমান – সাবেক এম.এল.এ ও প্রেসিডেন্ট, দুপ্তারা ইউনিয়ন, আড়াইহাজার ।
৫। ড. জহিরুল ইসিলাম ভূইয়া - সাবেক মহাপরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগ ।
৬। জনাব ফজলুর রহমান আরজু - রাষ্টপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় ফুটবল খেলোয়ার ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস